জলপাইগুড়ি : করলা নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার প্রায় ২৩ ঘন্টা পর উদ্ধার হল নবম শ্রেনীর ছাত্র মাধব হানসারিয়ার (১৬) মৃতদেহ। শুক্রবার ঘটনাস্থল থেকে সামান্য দূরে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে এনডিআরএফ কর্মীরা। উদ্ধারের পরেই দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সেকেন্ড এনডিআরএফ কলকাতার ইন্সপেক্টর সুনীল বর্মন জানান, গতকাল ঘটনার পর থেকেই সিভিল ডিফেন্স অনেক চেষ্টা করেছিল। তারপরেই তাঁদের কাছে রিকুইজিশন যায়। এরপরে ঘটনা স্থলে এসে রাত ১১ টা নাগাদ তারা কাজ শুরু করেছিলেন। রাত দেড়টা পর্যন্ত কাজ করার পরেও কোন রেজাল্ট পাওয়া যায়নি।

আজ সকাল ৫ টা থেকে ফের নদীতে সিভিল ডিফেন্সের সাথে যৌথভাবে খোঁজার কাজ শুরু করা হয়। এরপরেই দেহ উদ্ধার হয়। উল্লেখ্য গতকাল বিকেলে জেওয়াইএমএ মাঠে খেলাধুলা করার পরে মাঠের উলটো দিক দিয়ে যাওয়া করলা নদিতে স্নান করার জন্য নেমেছিল মাধব হানসারিয়া। এরপরেই হঠাৎ করে জলে তলিয়ে যায় জলপাইগুড়ি শহরের সমাজ পাড়া এলাকার বাসিন্দা এই নাবালক।
