সংবাদদাতা, জলপাইগুড়ি : নববর্ষ শেষ, সিদ্ধিদাতা গণেশের পর এবার মৃৎ শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছেন দেব শিল্পী বিশ্বকর্মার প্রতিমা নির্মাণে। জলপাইগুড়ির মৃৎ শিল্পীদের কারখানায় এখন চলছে বিশ্বকর্মার খড়ের কাঠামোয় মাটির প্রলেপ লাগানোর কাজ। শহরের বিশিষ্ট মৃৎ শিল্পী রতন পালের কারখানায় গিয়ে আমাদের ক্যামেরায় তেমনই চিত্র ধরা পড়লো। আর বিশ্বকর্মার প্রতিমা নির্মাণের মধ্য দিয়েই শুরু হয়ে যায় পুজোর ব্যস্ততা। তাই অবসর সময় কাটানো বন্ধ। জলপাইগুড়ি পালপাড়ার এখন চলছে করোনার আগের সময়ের মতনই ব্যস্ততার ছবি। যদিও রতন বাবুর মতে, এবছর প্রতিমা গড়ার সরঞ্জাম থেকে মাটি সবারই দাম আগুন। কিন্তু প্রতিমার দাম তেমন পাওয়া যায় না আক্ষেপ রতন বাবুর। তবুও একবুক আশা নিয়েই শুরু করেছেন প্রতিমা নির্মাণের কাজ। জলপাইগুড়ির বিভিন্ন পালপাড়াতে গেলেই দেখতে পাওয়া যাচ্ছে খড়ের কাঠামোতে মাটির প্রলেপ দিয়ে রোদের প্রখর আলোতে শুকোনো হচ্ছে প্রতিমা। এরপর সেই শুকনো মূর্তিকে রং দিয়ে ফুটিয়ে তোলা হবে। যদিও সেই সমস্ত কাজে খানিকটা সময় লাগবে। তবে এবার বাজার ভালো হবে এমনটাই মনে করছেন মৃৎশিল্পীরা।
