সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর’২৩ : দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় ৩০ বছর পর জলপাইগুড়ি JYMA ক্লাবের পাশের রাস্তা সংস্কারের কাজে হাত দিল জলপাইগুড়ি পুরসভা। রবিবার থেকেই এই কাজ শুরু হয়েছে। রাস্তাটি তৈরির আগে প্রথমে গার্ড ওয়াল দিয়ে তারপর রাস্তার কাজ হবে বলে পুরসভা সূত্রে খবর। এখন গার্ড ওয়াল তৈরির জন্য মাটিতে গর্তের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল হয়ে ছিল, বেহাল রাস্তার জন্য অনেক মানুষকেই চলাফেরা করতে দারুন অসুবিধার মধ্যে পড়তে হত। অনেকে এই পথ দিয়ে যাতায়াতের সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে বলে অভিযোগ। বিশেষ করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে কলেজ ছাত্রীরা এই পথ দিয়েই চলাচল করে, কিন্তু রাস্তাটি চলাচলের অযোগ্য ছিল। ক্লাব কর্তৃপক্ষ পুরসভাকে বারবার অনুরোধ করার পর নতুন ভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন ক্লাব কর্তৃপক্ষ।
