এসজেডিএর পর এবার জলপাইগুড়ি পুরসভা জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলা দেখাবে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ নভেম্বর’২৩ : রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ। একদিকে তৃতীয়বারের মতো শিরোপা জেতার চেষ্টা করবে ভারতীয় দল। অন্যদিকে অস্ট্রেলিয়াও ষষ্ঠবারের মতো শিরোপা জেতার আপ্রাণ চেষ্টা করবে। 

আর এই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা নিয়ে উন্মাদনায় ফুটছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এবার বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনার কথা চিন্তা করে জলপাইগুড়ি পুরসভার তরফেও জায়ান্ট স্ক্রীনের মাধ্যমে ক্রিকেট প্রেমীদের খেলা দেখানোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই খবর দিয়ে পুরমাতা পাপিয়া পাল বলেন, এর জায়গাগুলি চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে চিন্তা করা হচ্ছে যাতে কদমতলা মোড়, শান্তিপাড়া, থানামোড় ও কিংসাহেব ঘাট এলাকায় স্ক্রিনগুলি ডিসপ্লে করা যায়।

After SJDA this time Jalpaiguri Municipality will show World Cup cricket final game on giant screen

অর্থাৎ শহরের মোট ৪ টি জায়গায় জায়ান্ট স্ক্রীনের মাধ্যমে বিশ্বকাপ ক্রিকেট খেলার ফাইনাল দেখার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুরমাতা আরও বলেন, গত বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সুযোগ যেমন পুরসভা করেছে তেমনি সাধারণ মানুষের আবেগ ও উদ্দীপনার কথা মাথায় রেখে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ্য, এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীও জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দান ও রাজবাড়ী পার্কে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলা দেখানোর ব্যবস্থা এসজেডিএর তরফে করা হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *