সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ মার্চ’২৪ : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ফের বিজেপি প্রার্থী হলেন ডা: জয়ন্ত কুমার রায়। জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা হতেই খুশি বিজেপি কর্মীরা। এদিন জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের জেলা পার্টি অফিসের বাইরে আবীর খেলার মধ্য দিয়ে উল্লাসে মেতে উঠে কর্মীরা। দ্বিতীয় বার বিদায়ী সাংসদ ডা: জয়ন্ত রায়ের ওপর ভরসা রাখল বিজেপি।

উল্লেখ্য, ২০১৯ সালে ডা: জয়ন্ত কুমার রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে হারিয়ে ছিলেন। জলপাইগুড়ি লোকসভা আসনে ২য় বার বিজেপি প্রার্থী নিজের নাম ঘোষণার পর জয়ন্ত কুমার রায় ভিডিও বার্তায় জানান,

বিজেপি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। সেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে আবার লোকসভা নির্বাচনে লড়াই করার সুযোগ দিয়েছে। এটা আমার কাছে বিরাট একটা সুযোগ। মানুষকে সেবা করার সুযোগ দিয়েছে আমার দল। এজন্য আমি কৃতজ্ঞ।