
সংবাদদাতা, জলপাইগুড়ি : গতকাল জলপাইগুড়ির বানারহাটে ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকার উদ্ধারের ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশানা করলেন বিজেপির বিধানসভার মুখ্য সচেতক তথা মাদারীহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা।

আজ বিধায়ক বলেন, শাসক দল বর্তমানে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় তাদের কাছ থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। শাসকদলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়েও একই ঘটনা দেখা গিয়েছে। টাকা উদ্ধার হলেই বিজেপির নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গাড়ির নম্বর পরিবর্তন করেও টাকা এদিক ওদিক করা হচ্ছে। শাসক দলই এর জন্য দায়ী। বিভিন্ন রাজ্য থেকে যদি এভাবে টাকা ও অস্ত্রশস্ত্র ঢুকে তাহলে রাজ্যের পুলিশ প্রশাসন কি করছে? প্রশ্ন মনোজ টিগ্গার। বানারহাটে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তা তৃণমূলের টাকা। বিজেপি এই ঘটনার সাথে যুক্ত নয় বলে জানান তিনি। হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। কিছু কাজ করা হচ্ছে দেখাতেই পুলিশ এই টাকা উদ্ধার করেছে বলে কটাক্ষ বিধায়কের।

অন্যদিকে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জী বলেন, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত যোগাতেই বিজেপি এই টাকা ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিহার থেকে আসামের উদ্দেশ্যে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এইভাবে বাংলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে টাকা ও অস্ত্রশস্ত্র ঢোকাচ্ছে বিজেপি। এভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে অস্থিরতার পরিবেশ তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি বলে অভিযোগ তার। আর এসবের মধ্য দিয়েই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন ধামাকা হওয়ার কথা বলছেন। এমন কোনও ধামাখাই আর হবে না বলে কটাক্ষ সৈকতের।