দু’বছর পর ফের চালু হল ধূপগুড়িতে রাসায়নিক সারের রেক‌ পয়েন্ট

জলপাইগুড়ি : শ্রমিক সমস্যার কারণে ধূপগুড়িতে বন্ধ হয়ে গিয়েছিল রাসায়নিক সারের রেক‌ পয়েন্ট।দু’বছর পর ফের সরকারি উদ্যোগে চালু হল ধূপগুড়িতে রাসায়নিক সারের আমদানি প্রক্রিয়া। কৃষি প্রধান এলাকা হিসেবে জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গে অতিপরিচিত ধূপগুড়ি ।আলুর মরশুমের আগে রাসায়নিক সারের আমদানি চালু হওয়ায় উপকৃত হবে ব্যবসায়ী সহ কৃষকরা। শনিবার ধূপগুড়ি স্টেশনে আনুষ্ঠানিকভাবে রাসায়নিক সারের আমদানি শুরু করা হয়। উপস্থিত ছিলেন, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন সহ সার ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন ধূপগুড়ি স্টেশনে মাল গাড়িতে রাসায়নিক সার নিয়ে আসা হয়। আর সেই মাল গাড়ি থেকে রাসায়নিক সার নামানোর কাজ শুরু করে শ্রমিকরা। এতদিন অন্য জায়গা থেকে ব্যবসায়ীদের সার আমদানি করতে হতো আর যার ফলে তাদের খরচ বেশি হতো। সেজন্য কিছুটা হলেও বেশি দামে কৃষকদের সার ক্রয় করতে হতো। তবে এবার দীর্ঘদিন বন্ধ থাকার পর রাসায়নিক সারের রেক পয়েন্ট চালু হওয়ায় একদিকে যেমন উপকৃত হচ্ছে ব্যবসায়ীরা অন্যদিকে কিছুটা হলেও কম দামে সার ক্রয় করতে পারবে কৃষকরা। পাশাপাশি বহু শ্রমিকের কর্মস্থান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *