সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ এপ্রিল’২৪ : জলপাইগুড়ি শহরের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে !১৭/১০৮ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জলপাইগুড়ি পুরসভার উপ পুরপিতা তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জী এমনই অভিযোগ আনেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় বলেন, কিভাবে পুরসভার উপ পুরপিতা ভোটগ্রহণ কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে থাকেন। তার কি এখানে থাকার অধিকার আছে? তিনি এভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। আমি ইতিমধ্যেই পুলিশ অবজারভার কে বিষয়টি জানিয়েছি। দেখা যাক তিনি কি করেন। অপরদিকে সৈকত চ্যাটার্জি জানান, আমাকে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করতে হয় না। জলপাইগুড়ি শহরের যে ১৪টি ওয়ার্ডের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেখানে এবং জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি পরাজিত হবে লিখে নিতে পারেন। তিনি বিদ্রুপের সুরে বলেন, অভিযোগ দূর্বলরাই করে। সবলরা কোনদিন অভিযোগ করে না। মানুষ যাদের পাশে থাকে তারা কোনদিনও অভিযোগ করে না। তারা মানুষকে নিয়ে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে।
