নেতাজী অন্তর্ধান রহস্য উন্মোচনে SIT গঠনের দাবি; সাংবাদিক সম্মেলনে অগ্রগামী মহিলা সমিতি

জলপাইগুড়ি : নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের সঠিক সমাধানের দাবিতে সরব হলো সারাভারত অগ্রগামী মহিলা সমিতি, জলপাইগুড়ি জেলা কমিটি। শনিবার জলপাইগুড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ১৩ই জুলাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তদন্ত কমিশন গঠনের আবেদন পাঠানো হলেও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়নি। বরং সেই আবেদন ভুলভাবে প্রাক্তন সেনাদের পেনশন দপ্তরে পাঠানো হয়েছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সাধারণ সম্পাদিকা মিতালী ঘোষ দে অভিযোগ করেন, “নেতাজীর অন্তর্ধান রহস্য উন্মোচনে সরকারের এই উদাসীনতা গভীর প্রশ্ন তুলছে। অবিলম্বে জাস্টিস মুখার্জী কমিশনের রিপোর্ট গ্রহণ করে তার সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা জরুরি।”

তিনি আরও জানান, আবেদনটি সঠিক মন্ত্রণালয়ে পাঠিয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করতে হবে এবং তদন্তের প্রতিটি ধাপ জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন।

Agragami Mahila Samiti demands formation of SIT to unravel Netaji's disappearance mystery; Press conference

মিতালী দেবী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা চাই নেতাজী অন্তর্ধানের রহস্যের সঠিক সমাধান হোক। সরকারের তরফে দ্রুত পদক্ষেপ না হলে আমরা আন্দোলনের পথে নামতে বাধ্য হবো এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *