অজয় নদীর বাঁধ সংস্কারে শিলান্যাস, খরচ ৩ কোটি ৮ লাখ টাকা

কার্তিক ভান্ডারী : নানুর ব্লকের থুপসারা পঞ্চায়েতের টিকুড়ি গ্রামে অজয় নদীর বাঁধ কংক্রিট করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইরিগেশন দপ্তরের তত্ত্বাবধানে এই প্রকল্পের শিলান্যাস করা হলো শনিবার। ফিতে কেটে শিলান্যাস করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধান মাঝি এবং বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগী হয়েছে প্রশাসন। বন্যার সময় বাঁধ সংস্কার না হওয়ায় টিকুড়ি গ্রামসহ আশপাশের এলাকায় প্লাবনের সমস্যা প্রকট হয়ে উঠত। এই বাঁধ সংস্কার হলে সেই সমস্যা দূর হবে বলে আশাবাদী স্থানীয়রা।

মোট ২ কিমি দীর্ঘ এই বাঁধ সংস্কারের কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ৮ লক্ষ টাকা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই কাজ শুরু হবে এবং তা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হবে।

Ajay river dam repair foundation stone cost 3 crore 8 lakh taka

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *