বিকাশ সরকার, হলদিবাড়ি, ২৫ মে ২০২২ : বেহাল রাস্তা এবং জমির পাট্টার দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ।

মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলের সারদা পল্লী এলাকার বেহাল রাস্তা ও এলাকায় বসবাসকারী মানুষদের জমির পাট্টার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন জেলা শাসকের কাছে। এদিনের এই স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের জলপাইগুড়ি জেলা কনভেনার ভীম চন্দ্র সরকার সহ অন্যান্যরা।

উল্লেখ্য জলপাইগুড়ি সারদাপল্লীতে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন বেশ কিছু পরিবার। মূলত তারা নমঃশূদ্র এবং উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ। সেখানে প্রাথমিক বিদ্যালয় অঙ্গনওয়াড়ি সেন্টার এবং ইলেকট্রিসিটি থাকলেও নেই তাদের হাতে জমির পাট্টা। যার ফলে সরকারি অনেক সুযোগ সুবিধার হাত থেকে বিমুখ হচ্ছেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তাই তারা এদিন জেলাশাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন। এছাড়া এদিন বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করে এটি প্রথ মিছিলও সংগঠিত করেন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ।

এই প্রসঙ্গে আন্দোলনরত সারদা পল্লীর বাসিন্দা মঞ্জু সরকার জানান, দীর্ঘ ৪০ বছর ধরে সারদা পল্লীতে বসবাস করার পরেও আমাদের জমির পাট্টা নেই, যার ফলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা আজও বঞ্চিত। অপরদিকে সারা ভারত নমশুদ্র বিকাশ পরিষদের সম্পাদক ভোজহরি রায় জানান, মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন আমাদের মতো যারা দীর্ঘ কয়েক দশক থেকে খাস বা সরকারি জমিতে বসবাস করে আসছেন তাদের এক টাকার বিনিময়ে বাস্তু জমির পাট্টা দেওয়া হবে, সেই ঘোষনা কে দ্রুত কার্যকর করার দাবিতে আজ জেলা শাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হলো, পাশাপাশি এই উত্তরবঙ্গ কে ভাগের যে চক্রান্ত হচ্ছে তারও তীব্র প্রতিবাদ করছি আমরা।
এদিনের এই পথ মিছিলের নেতৃত্ব দেন রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের জলপাইগুড়ি জেলা কনভেনার ভীম চন্দ্র সরকার, শরৎচন্দ্র মন্ডল, মধুসূদন হাওলাদার, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য মিনু হাওলাদার, স্বপন মন্ডল গোপাল সরকার সহ অন্যান্যরা।