শিলিগুড়িতে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে

শিলিগুড়ি : পুরোনো বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো তারই কিছু বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পুর নিগমের ৪ নম্বর ওয়ার্ডের ঝংকার মোড় এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত ব্যক্তির নাম দেব ভানু ভুতি, বয়স ৩৪। তিনি শিলিগুড়ি পুর নিগমের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত আদর্শনগর এলাকার বাসিন্দা ।

পেশায় ছিলেন টোটোচালক। জানা যায় কিছুদিন আগে দেব ভানুভূতির সঙ্গে কোন একটি কারণে তারই কিছু বন্ধুর সঙ্গে বিবাদ বাধে। এমনকি তাকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। গতকাল রাতে তিনি যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন তখন ঝংকার মোড় এলাকায় তাকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ।

Allegation against friends for beating youth to death in Siliguri

গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনা নিয়ে ইতিমধ্যেই মৃতের পরিবারের পক্ষ থেকে খালপাড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *