
বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৩ সেপ্টেম্বর’২৩ : ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিংয়ের নামে ফেসবুকে ফেক একাউন্ট খোলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই ফেসবুক একাউন্ট থেকে এসএমএস করে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ বিধায়কের।

জানা গিয়েছে, চলতি মাসের ১২ তারিখে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিংয়ের নামে কেউ ফেসবুকে একটা ফেক একাউন্ট খোলেন। এক অতি পরিচিত ব্যক্তি তা দেখে বিধায়ককে জানান।পরদিন ১৩ সেপ্টেম্বর বিধায়ক জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর দশদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। তবুও ওই ফেক ফেসবুক একাউন্ট বন্ধ হয়নি বলে অভিযোগ বিধায়কের।

যদিও সোশ্যাল মাধ্যম ও সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি মানুষকে সতর্ক করেছেন। ফেক ফেসবুক একাউন্ট থেকে তাঁর নাম করে টাকা চাইলে দিতে নিষেধ করেছেন ভাটপাড়ার বিধায়ক।