রাহুল মন্ডল, মালদা, ১৯ এপ্রিল’২৪ : স্কুল চলাকালীন সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের গ্রুপ ডির কর্মীর বিরুদ্ধে। ঘটনায় ওই ছাত্রী মুখ খুললে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে বলে অভিযোগ। শুক্রবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকা ছাত্রী পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
মানিকচক ব্লকের অন্তর্গত গভর্নমেন্ট মডেল স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, এই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন বিদ্যালয়ের গ্রুপ ডির কর্মী রকিব আলী বলে অভিযোগ।
নির্যাতিতা নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগ, রোজকার মতো বৃহস্পতিবারও স্কুলে গিয়েছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। রকিব আলী নামে ওই গ্রুপ ডি কর্মী ছাত্রীকে একটি ফাঁকা ক্লাস রুমে নিয়ে যায়। তখনই তার সাথে শ্লীলতাহানি করে এবং ১০০ টাকা ব্যাগের মধ্যে ভরে দেয়। ঘটনার কথা পরিবারের কাউকে জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় শুক্রবার মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয় ওই নাবালিকা ছাত্রীর পরিবার। পুলিশের কাছে বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী রাকিব আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজয় সাধু জানান, কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।