তোলার টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১ জানুয়ারি’২৪ : তোলার টাকা না দেওয়ায় তৃণমূলকে ইঁট দিয়ে থেতলে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘোলা থানার বিলকান্দা-১ গ্রাম পঞ্চায়েতের অপূর্বনগরে। মৃত তৃণমূল কর্মীর নাম অভিজিৎ বিশ্বাস ওরফে বিষ্ণু ( ২৫)। মৃত তৃণমূল কর্মীর চানাচুরের ব্যবসা করতো।

অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকার দুষ্কৃতী বাদল মন্ডল ও তার দলবল অভিজিতের কাছে তোলার টাকা চাইছিল। তোলার টাকা না পাওয়ায় অভিজিৎ-কে ইঁট দিয়ে থেতলে খুন করলো দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সোদপুর ঘোলা অপূর্ব নগর এলাকায়।

Allegation of murder of Trinamool worker for not paying withdrawal money

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। মৃতের পরিবারের অভিযোগ, ঘটনায় জড়িত বাদল, রাজা, বলাই, নীতিশ ও অর্জুন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। যদিও ঘটনায় জড়িত দুষ্কৃতীরা এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার ও পরিজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *