পঞ্চায়েতের বিরুদ্ধে টেন্ডারে কারচুপির অভিযোগপঞ্চায়েতের বিরোধী দলনেতার

রাহুল মন্ডল, মালদা, ১৪ অক্টোবর’২৩ : মানিকচকের চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের বিরুদ্ধে টেন্ডারে কারচুপির অভিযোগ তুলে বৃহস্পতিবার ব্লক ও জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ বিরোধী সদস্যদের। অভিযোগ প্রায় ৩৬ লক্ষ টাকার টেন্ডার বিরোধীদের অন্ধকারে রেখে করা হয়েছে।আর এই দুর্নীতিতে যুক্ত রয়েছে প্রধান মোঃ আনোয়ার আলী সহ পঞ্চায়েতের সরকারি কর্মীরা।এদিন এই বিষয়ে পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিপ্লব সাহা সহ বিরোধী সদস্যরা একত্রিতভাবে মানিকচকের বিডিও শ্যামল মন্ডলকে লিখিতভাবে অভিযোগ জানান। তিনি এবিষয়ে আরও অভিযোগ করে জানান, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান কাটমানির জন্য গোপনভাবে এই টেন্ডারটি করছে।প্রায় ছত্রিশ লক্ষ টাকার এই টেন্ডার সম্পর্কে বিরোধীদের সম্পূর্ণভাবে অন্ধকারে রাখা হয়েছে।এমনকি যে সমস্ত এলাকায় কাজ ধরা হয়েছে সমস্তটি তৃণমূলের জয়ী সদস্যদেরই এলাকা।একেবারে বিরোধীদের বঞ্চিত করে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করছে প্রধান। তবে বিরোধীদের এই সমস্ত অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান মোঃ আনোয়ার আলী, তিনি জানান সমস্ত সরকারি নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।প্রায় ৩৬ লক্ষ টাকা কাজের মধ্যে ৮ থেকে ১০ লক্ষ টাকার কাজ রয়েছে বিরোধী সদস্যদের এলাকাতেই।এমনকি অনলাইনে মাধ্যমে সমস্ত টেন্ডার করা হয়েছে যারফলে কোন ধরনের কারচুপি করা সম্ভব নয় বলে দাবি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *