জলপাইগুড়ি : মোটা অর্থের বিনিময়ে কম্পিউটার শেখানোর নামে আদিবাসী যুবক যুবতীদের প্রতারণার অভিযোগ। সম্প্রতি এমনই এক প্রতারণা চক্রের খপ্পরে পরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত করলা ভ্যালী চা বাগানের বেশ কিছু আদিবাসী যুবক যুবতি প্রতারিত হয়েছে, এমনটাই অভিযোগ করলেন কাজল নায়েক, ঘটনা প্রসঙ্গে তিনি জানান, মেয়েকে কম্পিউটার শেখানোর জন্য শিলিগুড়িতে বিবেক কুজুর মারফত শুভজিৎ সরকারকে নগদ টাকা দিয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম অনলাইনে মার্কেটিং এর কিছু কাজ শেখানো হচ্ছে, কম্পিউটার শেখানোর কোনো ব্যাপার নেই। এরপর আজকে টাকা ফেরত দিতে এসেছে একজন।

অপরদিকে এই প্রতারণা চক্রের থেকে অর্থ ফেরত সহ তদন্তের জন্য কোতয়ালী থানায় অভিযোগ জমা হয়েছিল, বলে জানান সিটু সংগঠণের অমিত দাস জানান, তিনি বলেন পরিবারের পক্ষ থেকে কোতয়ালী থানায় অভিযোগ করার পাশাপাশি আমাদের কাছেও সহযোগিতা চেয়েছিল, সেই কারনেই আজকে ভুয়ো কমপিউটার সেন্টারের একজন প্রতিনিধি টাকা ফেরত দিতে এসেছে, আগামিতে অন্যান্য সকল প্রতারিতদের অর্থ যাতে ফেরত পায় সেই দিকে নজর থাকবে আমাদের।