প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় শাসক দল ও প্রশাসন মিলেমিশে একাকারের অভিযোগ

জলপাইগুড়ি : প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় শাসক দল ও প্রশাসন মিলেমিশে একাকারের অভিযোগ জলপাইগুড়ি বাম গণতান্ত্রিক শিক্ষক ও শিক্ষাকৰ্মীদের যৌথ মঞ্চের । উল্লেখ্য আগামী ১৮ ফেব্রুয়ারি ওই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে জলপাইগুড়ি বিশ্ব বাংলাক্রীড়াঙ্গনে। ঐদিন ধর্মীয় অনুষ্ঠান, শিবরাত্রি ও হুজুর সাহেবের মেলাও রয়েছে। প্রচুর মানুষের যাতায়াতে যানজট সমস্যা ও সকলে অসুবিধা হতে পারে- বুধবার জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন বাম গণতান্ত্রিক শিক্ষক-শিক্ষাকর্মীদের যৌথমঞ্চের শিক্ষক নেতারা।

এতদিন বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে কোভিড হাসপাতাল ছিল। যদিও এখন হাসপাতাল বন্ধ। এই কারণে শিশুদের সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানে প্রতিযোগীদের থাকাটা কতটা স্বাস্থ্যসম্মত হবে তা নিয়ে চিন্তা প্রকাশ করা হয় সংগঠনের তরফে। উল্লেখ্য, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা হতে চলছে শহর জলপাইগুড়িতে । বাম গণতান্ত্রিক শিক্ষক ও শিক্ষাকৰ্মীদের যৌথ মঞ্চের আহবায়ক বিপ্লব ঝা বলেন, রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় শাসকদল ও প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদেরকে সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সব বিষয় রাজ্য প্রাথমিক ক্রীড়া পর্ষদের ডেপুটি ডাইরেক্টকে জানানো হয়েছে।

Allegations of collusion between ruling party and administration in primary school state sports competition

অন‍্যদিকে এই বিষয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC ) চেয়ারম্যান লৈক্ষ‍্যমোহন রায় বলেন রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত বিষয়ের পাশাপাশি কমিটি গঠনের বিষয়টি রাজ‍্য স্তরের! এই বিষয়ে আমার মন্তব্য করার কোন জায়গা নেই বলে তিনি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *