বীরভূম : বীরভূমের পারুই থানার অন্তর্গত একটি গ্রামে ১৫ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই গ্রামেরই বছর পঞ্চাশের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার খবর ছড়াতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
নাবালিকার পরিবারের পক্ষ থেকে পারুই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত ব্যক্তিকে মঙ্গলবার গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই ঘটনার বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারের পর অভিযুক্তকে সিউড়ি জেলা আদালতে তোলা হয়। পুলিশ চার দিনের রিমান্ডের আবেদন জানালেও আদালত অভিযুক্তকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বুধবার ফের তাকে আদালতে তোলা হবে।
এদিকে, নাবালিকার পরিবার অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার গভীরে পৌঁছাতে তদন্ত চলছে।
বীরভূম থেকে কাত্তিক ভান্ডারীর রিপোর্ট