জলপাইগুড়ি : বুধবার বাহাদুর কলোনি এলাকায় এক মহিলার শ্লীলতাহানীর যে অভিযোগ করা হয়েছিল তা সম্পূর্ণটাই ভিত্তিহীন বলে দাবি করে বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার দারস্থ হলেন ওই এলাকারই একাংশ মহিলারা। তারা জানান, নিজের বস্ত্র নিজেই ছিঁড়ে হাসপাতালে ভর্তি হওয়ার অভিনয় করা হয়েছে, শ্লীলতাহানীর কোনো ঘটনা ঘটেনি। এলাকায় গাঁজা বিক্রির প্রতিবাদ করাতেই সমস্যার সূত্রপাত।

তাদের নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে। এখানে বিজেপি কর্মীরা, তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করেছে এই অভিযোগ ভিত্তিহীন। ঘটনাটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর সঠিক তদন্তের দাবিতেই আজ আমরা থানার দ্বারস্থ হয়েছি বলে জানান তারা।
তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এলাকার বিনয় কৃষ্ণ মন্ডল। তার সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে বলেন, আমার স্ত্রীর শ্লীলতাহানি করা হয়েছে। যারা আজ থানায় গিয়েছেন তারা সকলেই বিজেপি কর্মী। আমরা তৃণমূল করি। দীর্ঘদিন থেকেই তারা আমাদের চাপ দিচ্ছে যাতে আমরা বিজেপি করতে বাধ্য হই। গাঁজা বিক্রির যে অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি বলে তিনি জানান।