জলপাইগুড়িতে ভোটার তালিকা জালিয়াতির অভিযোগ; এসডিওর দফতরে কংগ্রেসের স্মারকলিপি

জলপাইগুড়ি: ভোটার তালিকায় গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলে শহরের রাস্তায় প্রতিবাদ মিছিলে নামল কংগ্রেস। বাংলাদেশিদের ভোট দেওয়া এবং মৃত ভোটারদের নাম তালিকা থেকে না কাটার অভিযোগ এনে শুক্রবার জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সীর নেতৃত্বে স্মারকলিপি জমা দেওয়া হয় সদর মহকুমা শাসকের (SDO) কাছে।

কংগ্রেসের দাবি, জলপাইগুড়ি পুরসভা এলাকায় প্রায় আড়াইশো বাংলাদেশি ভোটার রয়েছেন। শুধু তাই নয়, শহরের ১১১টি বুথে প্রায় আড়াই হাজার মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে গেছে, এবং ভোটের দিন তারা ‘জীবিত’ হয়ে ভোট দেন। কংগ্রেস নেতাদের অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দলের মদতেই এই জালিয়াতি সম্ভব হচ্ছে।

শুধু ভোটার তালিকার অনিয়ম নয়, কংগ্রেস আরও অভিযোগ তুলেছে জলপাইগুড়ি পুরসভার তিন কোটি টাকার আর্থিক দুর্নীতি নিয়ে। এদিন মিছিল থেকে দাবি করা হয়, “আম্রুত প্রকল্প” এবং “গ্রীন সিটি প্রকল্প” নিয়ে স্বচ্ছতা আনা হোক, এবং দুর্নীতির তদন্ত করা হোক।

এদিন জলপাইগুড়ি শহরের রাজীব ভবন থেকে কংগ্রেস কর্মীদের একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এসডিও অফিসে পৌঁছায়। সেখানে কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় এবং শহরের ভোটার তালিকা বিশদভাবে খতিয়ে দেখার দাবি জানানো হয়।

Allegations of voter list fraud in Jalpaiguri; Congress memorandum to SDO's office

জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সী বলেন, “জলপাইগুড়ি শহরের ১১১টি বুথে আড়াই হাজার মৃত মানুষের নাম এখনও তালিকায় রয়েছে। ভোটের দিন তারা জীবিত হয়ে ওঠেন এবং ভোটদান করেন, আর ভোটের পরই তারা আবার ‘মৃত’ হয়ে যান! এটা একটা বিশাল জালিয়াতি, যা দ্রুত তদন্ত হওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *