কলকাতা : বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ডানলপ নর্দান পার্কের বাসিন্দা জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেটার কমল সরকার ওরফে কাজু। গত ২৩ মে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। অভিযোগ, বুধবার রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদার ও তাঁর দলবল তাঁকে মারধর করেছে। আক্রান্ত কাজু জানান, রাতে তিনি বাড়ি ফিরছিলেন। তখন স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদারের অনুগামীরা তাঁকে উত্যক্ত করে থাকে।

প্রতিবাদ করলে বচসা থেকে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি বেধে যায়। কাজুর অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজো এসে তাঁকে মারধর করেন। ঘটনায় আতঙ্কিত প্রতিবন্ধী ক্রিকেটার কাজু। তাঁর দাবি, বিজেপি করার জন্য মার খেতে হল। তাছাড়া গত ২৩ মে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। সেটাই তাঁর অপরাধ। যদিও স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদারের দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাতে নেশাভান করে ওনি ভুলভাল বকছিলেন। তিনি নিজে ওনাকে বাড়ি পৌঁছে দিয়েছেন।