
জলপাইগুড়ি : রেশন সামগ্রী বিক্রি করে মাদক কেনার অভিযোগে উত্তাল হল জলপাইগুড়ি শহরের স্টেশন রোড। মঙ্গলবার পাড়া পাহারায় থাকা স্থানীয় কয়েকজন যুবকের নজরে আসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে এক যুবক। সন্দেহ জাগতেই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—বাড়ির তিন সদস্যের জন্য সরকার নির্ধারিত বিনামূল্যের চাল, গম ও অন্যান্য রেশন সামগ্রী সে মাত্র ২০০ টাকায় বেচে দিয়েছে, আর সেই টাকা নিয়েই বেরিয়েছে মাদক কিনতে।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শুরু হয় ব্যাপক হট্টগোল। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে পাড়া পাহারার সদস্যরা তাকে টেনে হেঁচড়ে কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে খবর, আটক যুবকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।