নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : কো ভ্যাক্সিনের বদলে মিললো কোভিশিল্ড বলে অভিযোগ। বুস্টার ডোজ নিয়ে বিপাকে গ্যাস সরবরাহ অফিসের কর্মী। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে।
জলপাইগুড়ি জয়ন্তী পাড়া এলাকার বাসিন্দা রতন চক্রবর্তী। তিনি জলপাইগুড়ির একটি গ্যাস সরবরাহ অফিসে কাজ করেন। তিনি এর আগে দুবার কো ভ্যাক্সিন টিকা নিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি জলপাইগুড়ি ফার্মাসি কলেজে করোনার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে যান।

রতন বাবু অভিযোগ করেন, তাকে ফার্মাসি কলেজের স্বাস্থ্য কর্মীরা কো ভ্যাক্সিনের জায়গায় কোভিশিল্ড দিয়ে দিয়েছে। আর এতেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাকে সেখানে ফেলে চলে যায় স্বাস্থ্য কর্মীরা। পরে তার ছেলে অভিজিৎ চক্রবর্তী এসে তাকে নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে গেলে আধিকারিক মিটিং এ ব্যস্ত থাকায় তার সাথে দেখা করতে পারেননি।

রতন চক্রবর্তীর ছেলে অভিজিৎ চক্রবর্তী জানান, তারা শীঘ্রই বিষয়টি নিয়ে লিখিতভাবে CMOH কে জানাবেন এবং এই গাফিলতির তদন্ত দাবি করবেন।

রতন চক্রবর্তীর অভিযোগ প্রসঙ্গে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার বলেন, আমি কোনও লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করা হবে।