মন্ডলঘাট এলাকায় শুরু করা হলো বিকল্প পাঠশালা

জলপাইগুড়ি : ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি সদর দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকে মন্ডলঘাট এলাকায় শুরু করা হলো বিকল্প পাঠশালা। এদিন এলাকার প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে এই পাঠশালা চালু করা হয়।

সপ্তাহে তিনদিন করে এই পাঠশালা চলবে বলবে এসএফআইয়ের থেকে জানানো হয়েছে। এসএফআই এর নেতৃত্বরা বলেন, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ন এলাকায় গত দুই বছর থেকে ছাত্র-ছাত্রীরা অনলাইন শিক্ষা কতটা পেয়েছে তা নিয়ে সংশয় আছে। জেলায় আমাদের বিকল্প পাঠশালা আরো বেশি করে চালু করতে উদ্যোগী আমরা। আসলে সরকার চায় ছাত্র-ছাত্রীদের পিছিয়ে রাখতে তাই কোভিডবিধির নামে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দিতে হবে সরকারকে। নাহলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত সংশয়ে পড়বে। এদিন এই পাঠশালায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব কঙ্কন রায়চৌধুরী, অনুভব দে, কৌশিক ঘোষ, সুধাকর সরকার, রাকেশ ঋশি সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *