সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ নভেম্বর : রবিবার সকালে অ্যাম্বুলেন্সে করে কোচবিহার থেকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পথে জলপাইগুড়ি শহর সংলগ্ন জাতীয় সড়কের পাহাড়পুরের কাছে বালাপাড়া মোড়ে হঠাৎই অ্যাম্বুলেন্স’এর সামনের টায়ার ফেটে গিয়ে রাস্তার পাশের ডিভাইডারে উঠে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রোগী ও রোগীর আত্মীয় সহ অ্যাম্বুলেন্সটি। দুর্ঘটনার পর ছুটে আসে স্থানীয়রা।এরপর স্থানীয়দের চেষ্টায় অন্য একটি অ্যাম্বুলেন্সে করে রোগী সহ রোগীর আত্মীয়কে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ অ্যাম্বুলেন্সের চালক টোটন দাস জানান, অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে তিনজন ছিল। রোগী ও রোগীর আত্মীয় ঠিক আছে। তাদের অন্য একটি অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
