জলপাইগুড়ি, ২২ মে: বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হল জেলা কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে এক্স হ্যান্ডেল ও অন্যান্য সামাজিক মাধ্যমে মালব্যর মন্তব্যকে ‘অশোভন, অবমাননাকর ও রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী’ বলে অভিযোগ জানায় তারা।
বুধবার সন্ধ্যায় কংগ্রেস নেতৃত্ব থানায় হাজির হয়ে লিখিত অভিযোগপত্র দাখিল করেন। জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত জানান, “পেহেলগাঁওয়ের ঘটনার পর আমরা কোনওভাবেই কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করিনি। অথচ বিজেপির তরফে বারবার রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। অমিত মালব্যর মন্তব্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ও রাজনৈতিক শালীনতা বিরোধী।”
তিনি আরও বলেন, “এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে থানায় থানায় কংগ্রেস নেতারা অভিযোগ জানাচ্ছেন। আমরা চাই, আইনগত পথে এর যথাযথ প্রতিকার হোক।”
জেলা কংগ্রেসের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ নিয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।