আম্রুত প্রকল্পের জল পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করা নিয়ে দ্বিধায় পুর কর্তৃপক্ষ!

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ মার্চ’২৪ : আগামীকাল ৩১ শে মার্চ জলপাইগুড়ি পুরসভার আম্রুত প্রকল্পের জল পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করার কথা রয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় ও আদর্শ আচরণ বিধি লাগু থাকায় পরীক্ষামূলকভাবে এই কাজ করা যাবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে বলে পুরসভা সূত্রে খবর।

যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলে নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, জমিজট কাটিয়ে আম্রুত প্রকল্পের বারো’শো মিটার জলের পাইপ বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকান্দপল্লী এলাকায়। তিস্তা নদী থেকে আমরুত প্রকল্পের পানীয় জল জলপাইগুড়ি পুরসভা এলাকার ২৫ টি ওয়ার্ডেই পৌঁছাবে।

পাশাপাশি বিবেকানন্দ পল্লীতেও এই পরিষেবা পাওয়া যাবে বলে পুরসভা সূত্রে খবর। এই বিষয়ে এদিন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, ৯৫ শতাংশ কাজই শেষ হয়ে গেছে প্রকল্পের। ১২০০ মিটার পাইপ পাতা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল বিবেকানন্দ পল্লী এলাকায়। কিন্তু সেই সমস্যা এখন মিটে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ রবিবার পরীক্ষামূলকভাবে জল পরিষেবার প্রকল্পটি শুরু করা হবে। আর নির্বাচনের কারণে যদি তা সম্ভব না হয় তবে আগামী ১৯ শে এপ্রিলের পরেই কাজটি করা হবে বলে জানান তিনি।

Amrut project water service in doubt about the municipal authorities!

উল্লেখ্য, শহরের কিছু ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থানুকূল্যে প্রায় দেড়শ কোটি টাকা খরচ করে শহর জুড়ে আম্রুত প্রকল্পের কাজ শুরু করেছে পুর কর্তৃপক্ষ। তিস্তা সেতু সংলগ্ন তিস্তা নদী থেকে জল সংগ্রহ করে বিবেকান্দপল্লী এলাকায় জল মজুত করা হবে। আর সেখান থেকেই জল পৌঁছে যাবে সমগ্র ওয়ার্ড জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *