বিটি রোডে এম্বুলেন্স ও লরির সংঘর্ষে উভয় গাড়িতে আগুন, আহত ৪


বিশ্বজিৎ নাথ, কলকাতা : রোগীকে নিয়ে হাসপাতাল যাওয়ার পথে লরির সঙ্গে সংঘর্ষ ঘটল অ্যাম্বুল্যান্সের। সংঘর্ষে উভয় গাড়িতে আগুন ধরলো। ঘটনায় আহত হলেন চার জন। তাদের মধ্যে আহত দু’জনের অবস্থা গুরুতর বলে খবর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে খড়দা থানার পানিহাটির স্বদেশী মোড়ে বিটি রোডে। স্থানীয় সূত্রে খবর, আড়িয়াদহ থেকে এক রোগীকে নিয়ে বিটি রোড ধরে ব্যারাকপুরে দিকে একটি হাসপাতালে যাচ্ছিল কামারহাটি পুরসভার একটি অ্যাম্বুল্যান্স।

An ambulance and a lorry collided on BT Road both vehicles on fire

পানিহাটি স্বদেশী মোড়ের কাছে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় ওই অ্যাম্বুল্যান্সটির। সংঘর্ষে লরি এবং অ্যাম্বুল্যান্সটিতে আগুন ধরে যায়। বিটি রোডের ওপর দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল পৌঁছে যায় কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় বিটি রোডে। খড়দা থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। সেইসঙ্গে পুলিশ লরি এবং অ্যাম্বুল্যান্সটিকে আটক করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *