অরুনকুমার, শিলিগুড়ি : নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক সেনা জওয়ানের। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় উত্তর-পূর্ব ভারতে যাবার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে সিগন্যাল এর জন্য অপেক্ষা করছিল উত্তর-পূর্ব গামি আর্মি ট্রেন। ঠিক সে সময় এক সেনাকর্মী জলের ট্যাংকারে জল দেখতে উঠেছিল। তখনই হাইটেনশন তার লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনাকর্মীর। পাশাপাশি 4 থেকে 5 জন সেনাকর্মী গুরুতর জখম হয়েছেন বলে সূত্রের খবর।
আহত সেনা জওয়ানদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এনজেপি রেলওয়ে হাসপাতালে। এখনো পর্যন্ত এ বিষয় নিয়ে সেনা ও রেলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।