সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ মার্চ’২৪ : খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রের ভেতরেই মোবাইল নিয়ে কিছু পরীক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষা দেওয়ার অভিযোগ আনলেন অন্য পরীক্ষার্থীরা।জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা। এদিন প্রথম দফার পরীক্ষা শেষে বেলাকোবার বাসিন্দা এক পরীক্ষার্থী বাইরে এসে মিডিয়ার কাছে এই অভিযোগ করেন।পরীক্ষা কেন্দ্রের ৮ নম্বর রুমে পরীক্ষা দিয়েছেন তিনি। সেই রুমেই অন্য এক পরীক্ষার্থী নিজের মোবাইল থেকে প্রশ্ন পাঠিয়ে উত্তর পেয়ে যাচ্ছিলেন চটজলদি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পরীক্ষককে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন উক্ত অভিযোগকারী। তিনি বলেন, যারা স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়েছেন তাদের কি হবে। যদিও খাদ্য দপ্তরের কোনও আধিকারিক এ নিয়ে কোনও মন্তব্য করতে চান নি।
