নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ জুন ২০২২ : ভারত বাংলাদেশের পাশাপাশি এবার পাকিস্থান সহ বিভিন্ন দেশের ব্যাবসায়ীদের জলপাইগুড়ি শিল্প বানিজ্য মেলায় আমন্ত্রণ জানানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শুক্রবার শহরের ডিবিসি রোডে নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে মেলা কমিটি উদ্যোক্তা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স একথা জানিয়েছেন।
প্রতিবছর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এর উদ্যোগে শহরের মিলন সংঘ খেলার মাঠে মেলা হয়ে থাকে। ২০২৩ সালে ১৫ জানুয়ারি থেকে মেলা চালু হবে। উদ্যোক্তাদের তরফে জানানো হয় এত আগে মেলার ঘোষণা করার উদ্দেশ্য একটাই বাইরের দেশের ব্যবসায়ীরা যেন এই মেলার অংশগ্রহণ করতে পারে৷ প্রতিবছর ভারতের বিভিন্ন রাজ্যের ও বাংলাদেশের ব্যবসায়ীরা অংশ গ্রহণ করে এই মেলায়। এখানে সীমাবদ্ধ না রেখে পাকিস্থানে প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী প্রতিষ্ঠান ছাড়াও নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশকে মেলার অংশ গ্রহণ করার আহ্বান জানানো হবে।
জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এর কার্যকরী সভপতি বিকাশ দাস বলেন,”শিল্প বানিজ্য মেলা করার উদ্দেশ্য শুধু মেলা নয়। এই মেলার মধ্য দিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলি আলাদা রূপ ও ধারনা পাবে এই লক্ষ্যে মেলার আয়োজন। এত দিন আগে মেলার তারিখ ঘোষণা করার মানে সকলে যেন সময় পায় এবং নিয়ম মেনে বাইরের দেশের ব্যবসায়ীরা আসতে পারেন।