কিবরিয়া হোসেন, ধুপগুড়ি, ১৫ অক্টোবর’২৩ : হাতির হামলায় প্রাণ হারালো এক বৃদ্ধ। হাতির হানা থেকে বাঁচতে গিয়ে আহত আরও এক। ঘটনাটি ঘটে রবিবার বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানের লালটিং লাইনে। মৃত বৃদ্ধার নাম মোংরা ওঁরাও (৬০)। মৃতের বাড়ি লালটিং লাইনে। এদিন প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির পাশে থাকা জঙ্গলে যান মোংরা। ঠিক সেই সময় পাশেই জঙ্গলে দাঁড়িয়ে থাকা হাতি এসে বৃদ্ধকে আক্রমন করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাবার চিৎকার শুনে মেয়ে বাঁচাতে গেলে হাতিটি মেয়েকে তাড়া করলে পালাতে গিয়ে আহত হন বৃদ্ধর বড় মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি বন্যপ্রান কর্মীরা ও বানারহাট থানার পুলিশ।
বাসিন্দাদের সাথে কথা বলে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সকাল সকাল হাতির হামলার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে চা বাগানের শ্রমিক লাইনে । বিন্নাগুড়ি বন্যপ্রান দপ্তর সুত্রে জানান হয় হাতিটি পাশে মোরাঘাট জঙ্গল থেকে এসে শ্রমিক লাইনের পাশে জঙ্গলে দাঁড়িয়ে ছিল। আমরা পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। সরকারি নিয়ম মেনে মৃতার পরিবারকে বনদপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে চিন্তা করা হবে।