রহস্যজনক : একঘরে মায়ের মৃতদেহ ঝুলছে, পাশের ঘরে শুয়ে ছেলে

সংবাদদাতা জলপাইগুড়ি, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ : একঘরে মায়ের মৃতদেহ ঝুলছে, পাশের ঘরে শুয়ে ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার জলপাইগুড়ি পুরসভার বাবুপাড়ায়। এদিন রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ‍্যাটার্জি। দেখা যায়, বৃদ্ধার ছেলের কপালে কাটা চিহ্ন, আর বাড়ির আসবাবপত্র লণ্ডভণ্ড। এমন ঘটনা খুন কিনা তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সকালে ঘরের দরজা বন্ধ থাকায় পাড়ার লোকেরা ডাকাডাকি করে।

কিন্তু দরজা না খোলায় পুলিশকে ডাকা হয়। পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধার গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। যদিও পাশের ঘরেই শুয়ে ছিল ওই বৃদ্ধার ছেলে। উল্লেখ্য তিনদিন আগেই এই বাড়িরই মালিক অতীত দিনের ফুটবলার জয়ন্ত চক্রবর্তী প্রয়াত হয়েছেন। আজ তার স্ত্রীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হল।

এদিন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, পুরসভার ৮ নং ওয়ার্ডের বাবুপাড়ার জয়ন্ত চক্রবর্তীর বাড়িতে তার স্ত্রী মিষ্টি মুখার্জির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আজ সকালে খবর পেয়েই আমি ঘটনাস্থলে আসি।
মৃতদেহের পাশের ঘরে তার ছেলে পাভেল চক্রবর্তী শুয়ে ছিল। তিনদিন আগেই মৃত মিষ্টি মুখার্জির স্বামী জয়ন্ত চক্রবর্তী মারা গেছেন। আমরা পুলিশকে বলেছি তদন্ত করে রহস্য উন্মোচন করতে। খুন কীনা সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাটি খুবই রহস্যজনক।

স্থানীয় বাসিন্দা রাহুল বসাক বলেন, আজ ভোরেও এই বাড়ি থেকে আওয়াজ পাওয়া গেছে। প্রায়দিনই চিৎকারের আওয়াজ আসত। সকালে আমরা ডাকডাকি করলেও কোন সাড়া পাওয়া যায়নি। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধা আছেন আর তার পাশের ঘরেই ছেলে শুয়ে রয়েছে। খুন কিনা সেটা উড়িয়ে দেওয়া যায় না। কোতয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *