রাহুল মন্ডল, মালদা : রাত পোহালেই লোকসভা ভোটের তৃতীয় দফার নির্বাচন। আর তার আগেই ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার বৈষ্ণব নগর থানা এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ওই পুলিশকর্মীর নাম নবীন মুক্তান, বয়স আনুমানিক (৪৩) বছর। বাড়ি দার্জিলিং জেলার লামা রোডে, ওয়ার্ড নাম্বার ২২।

সেখান থেকে মালদার বৈষ্ণব নগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন। হঠাৎই গতকাল রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগে ওই পুলিশ কর্মীকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।