সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ জানুয়ারি’২৪ : জলপাইগুড়ি জেলায় পর্যটনের মুকুটে নতুন পালক যুক্ত হল আনন্দমঠ ইকো ট্যুরিজম হাব। সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া নতুনবস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং জলপাইগুড়ি পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় তিস্তাপাড়ের গৌরীকোন বিট এলাকায় উদ্বোধন হলো নতুন এই পর্যটন কেন্দ্র।

মূলত এলাকাবাসীকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে এই ইকো ট্যুরিজম হাবের নির্মাণ বলে দাবি। মনোরম প্রাকৃতিক পরিবেশে তিস্তাপাড়ে অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত আকর্ষণীয় রিসোর্টগুলিতে খুবই স্বল্প খরচে থেকে সম্পূর্ন স্থানীয় আহার সহযোগে নিরিবিলিতে তিস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা। এদিনে এই ইকো ট্যুরিজম হাবের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলাপরিষদের অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসজেডিএর সদস্য কৃষ্ণ দাস, জেলা পরিষদের সদস্য প্রণয়িতা দাস, জেলা পরিষদের কর্মাধক্ষ্য মহুয়া গোপ সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। এই প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা বলেন, এই ধরনের উদ্যোগ এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নতি ঘটাতে অনেকটাই সাহায্য করবে।
এই বিষয়ে এসজেডিএর সদস্য কৃষ্ণ দাস বলেন, পর্যটকেরা এখানে থেকে একসঙ্গে আশপাশের অনেক দর্শনীয় স্থান দেখতে পাবেন। এছাড়াও এমন পর্যটন কেন্দ্রের দ্বারা স্থানীয় মানুষের আর্থিক উন্নতি ঘটানো তাদের মূল লক্ষ্য বলে তিনি জানান।