সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি’২৪ : ফাইভ-জি টাওয়ার বসানোর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, এলাকার এক বাসিন্দা বাড়ির তিনতলার ছাদে ফাইভ জী টাওয়ার বসাচ্ছেন।

শহরের ১ নম্বর ওয়ার্ডটি বেশ ঘনবসতিপূর্ণ। ফাইভ জি টাওয়ার বসলে এলাকাবাসী বিপদের মুখে পড়বেন। এই অভিযোগ তুলে এর আগে বিভিন্ন জায়গায় তারা স্মারকলিপি দিয়েছেন। কিন্তু কিছুতেই ফাইভ জি টাওয়ার বসানোর কাজ বন্ধ হচ্ছে না। তাই এলাকাবাসী একত্রিত হয়ে বিক্ষোভ দেখান এদিন। যদিও যার বাড়ির ছাদে টাওয়ার বসানো নিয়ে অশান্তি, তার বক্তব্য সব নিয়ম মেনেই টাওয়ার বসানো হচ্ছে।