সংবাদদাতা, জলপাইগুড়ি : বৃহস্পতিবার গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস সরকারি হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবস্থার বিরুদ্ধে ওঠা নানান অভিযোগ প্রসঙ্গে জেলা শাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন।

অঙ্কুর বাবু বলেন, সরকারিভাবে স্বেচ্ছাসেবী সংগঠনের এম্বুলেন্স ও শববাহী গাড়িগুলোকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঢোকার অনুমতি দেওয়া হোক। এছাড়া সরকারিভাবে এম্বুলেন্স এর ভাড়ার তালিকা প্রকাশ করা হোক এবং সরকারি জায়গায় বেআইনিভাবে বেসরকারি এম্বুলেন্স এর পার্কিং সরানো হোক।

ঘটনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাবে সদ্য কাঁধে মৃতদেহ কাণ্ডে গ্রেপ্তার এবং পরবর্তীতে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিনে মুক্ত অঙ্কুর দাস বলেন, যে বেসরকারি অ্যাম্বুলেন্স ইউনিয়নের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছিল, খুব শীঘ্রই সেই বিষয়ে ন্যায্য বিচার চেয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছি।
পাশাপাশি এদিন সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে আসা সমাজসেবী অঙ্কুর দাস জানান, তিনি ২০০৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এবং নির্বাচনী অবজারভার সহ নানান গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। বর্তমানে তিনি কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সঙ্গে থেকে কাজ করতেন। তবে বৃহস্পতিবার সেই তৃণমূলের শাখা সংগঠনের সঙ্গেও তিনি সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের কঠিন সময়ে দলকে পাশে না পেয়েই কি এই সিদ্ধান্ত প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি মুখে কিছু বললেন না। যা বোঝার মানুষ বুঝে নিক। তবে আপাতত অন্য কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না বলেও জানান অঙ্কুর বাবু।