অঙ্কুরোদগমের “কবিতা কল্লোল'” অনুষ্ঠান হল বিপুল উৎসাহের মধ্য দিয়ে

নির্মল কুমার ঘোষ, কলকাতা, ১২ জুলাই ২০২২: অঙ্কুরোদগমের “কবিতা কল্লোল'” অনুষ্ঠান ১০ই জুলাই শিশির মঞ্চে উদ্বোধন হয় বিপুল উৎসাহের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথি বরণের মাধ্যমে। স্বাগত ভাষণ দেন সভাপতি কবি তাপস মহাপাত্র। তিনি তার ভাষণে সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অঙ্কুরোদগমকে আরো এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পী স্বপন বসু, কুমকুম ভট্টাচার্য্য, পার্থসারথি দেশিকান, পিয়ালী গাঙ্গুলী, রূপনারায়ন ভট্টাচার্য, সুধাংশু দে, ত্রিদিব চট্টোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়। হাওড়া অঙ্কুরোদগম শিল্পীদের সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধক ও বিশেষ অতিথিদের সংক্ষিপ্ত ভাষণের পর সকলের অনুরোধে সঙ্গীত পরিবেশন করেন অদিতি মুন্সি, কুমকুম ভট্টাচার্য, পিয়ালী গাঙ্গুলী, রূপ নারায়ণ ভট্টাচার্য। এরপর আঠারোটি জেলার অঙ্কুরোগমের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান সংগীত, নাচ, নাটক, গীতি-আলেখ্যতে অংশগ্রহণ করেন। বর্ধমান, জলপাইগুড়ি, উত্তর চব্বিশ পরগনা, মালদা, কলকাতা, হাওড়া, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, হুগলী, বাঁকুড়ার নিবেদনে সৈয়দ হাসমদ সিরাজের কাহিনী অবলম্বনে নাটক “ভাসান” পরিবেশিত হয়। আয়োজক কমিটির সাধারণ সম্পাদিকা নমিতা দাস জানান, ১০ জুলাই, ১১ জুলাই কবিতা পাঠ এবং ১৩ জুলাই কবিতা পাঠ/আবৃত্তি। প্রায় পাঁচশত কবি/ আবৃত্তিকার অবনীন্দ্র সভা ঘরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিভিন্ন জেলার বিশিষ্ঠ কবি আবৃত্তিকার হলেন মুনমুন ভৌমিক দাম, জয়া সরকার, রেবা সরকার, সবিতা সরকার, পার্থ বন্দোপাধ্যায়, অশোক দাস,ভক্ত গোপাল ভট্টাচার্য, রতন মন্ডল, সোহম চক্রবর্তী, অঞ্জনা দে ভৌমিক, শুভাশিস হালদার, দেবাশীষ ঘোষ, মিঠু বসু, মৌমিতা সরকার, মৌসুমী সরকার, স্বস্তিকা সরকার, পিয়ালী গোস্বামী, চন্দনা দে ভৌমিক, সুমন চক্রবতী, শবরী মুখার্জী, দেবলীনা মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *