শিলিগুড়ি : চা বলয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন এবং একাধিক কর্মসূচির ঘোষণা করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বুধবার শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে এক দলীয় কর্মসূচিতে এই ঘোষণা করেন রাজ্যসভার সাংসদ এবং সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি শিল্পতালুকেও একটি দলীয় সভা করেন। তিনি জানান, উত্তরবঙ্গের চা বাগানগুলিতে বুথ স্তর থেকে গেট মিটিং পর্যন্ত টানা কর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষ করে চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও তথ্য প্রকাশ না করায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
ঋতব্রতবাবু বলেন, “চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের কোটি কোটি টাকা আটকে রাখা হয়েছে। এ নিয়ে কেন্দ্র সরকার নিরব ভূমিকা পালন করছে। তাই আমাদের সংগঠন শীঘ্রই পিএফ অফিস ঘেরাও করার মতো কর্মসূচি গ্রহণ করবে।”
তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে উত্তরবঙ্গের চা শ্রমিকদের অধিকারের জন্য তৃণমূল কংগ্রেস তাদের লড়াই জারি রাখবে।