জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব ২৭ ও ২৮ জানুয়ারি

জলপাইগুড়ি: আগামী ২৭ ও ২৮ জানুয়ারি জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে অনুষ্ঠিত হবে এবছরের বার্ষিক সাংস্কৃতিক উৎসব। বুধবার কলেজে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান কলেজের কালচারাল কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক ডক্টর ভজন বসাক।

ডক্টর বসাক জানান, এই সাংস্কৃতিক উৎসব কলেজ পড়ুয়াদের মঞ্চে তাদের প্রতিভা প্রদর্শনের একটি বড়ো সুযোগ করে দেবে। নাচ, গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের সৃজনশীলতা তুলে ধরবেন। এছাড়া, উৎসবের দ্বিতীয় দিন, ২৮ জানুয়ারি, মুম্বাইয়ের খ্যাতনামা প্লেব্যাক গায়ক নাকাশ আজিজ সঙ্গীত পরিবেশন করবেন।

এবারের সাংস্কৃতিক উৎসবের বাজেট ধার্য করা হয়েছে ১৬ লক্ষ টাকা। শুধু সাংস্কৃতিক কার্যকলাপ নয়, আনন্দ চন্দ্র কলেজ উত্তরবঙ্গের ক্রীড়া ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই এবারের উৎসবে ক্রীড়ার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

ডক্টর ভজন বসাক জানান, “এই উৎসব ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি ক্রীড়া ও সৃজনশীলতার প্রতি তাদের উৎসাহ বাড়াবে। আমরা আনন্দ চন্দ্র কলেজের ঐতিহ্য বজায় রেখে এ বছরও এই অনুষ্ঠানে সবার অংশগ্রহণ প্রত্যাশা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *