সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ জানুয়ারি’২৪ : আবারও শিলিগুড়ি – জলপাইগুড়ি জাতীয় সড়কের দশদরগা মোড়ে দুর্ঘটনা। তেলের ট্যাঙ্কারের সাথে একটি অল্ট্রো গাড়ির সংঘর্ষ হয়। চাঞ্চল্য এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দশদরগায়। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি একই অভিমুখে একটি অল্ট্রো গাড়ি ও একটি তেলের ট্যাঙ্কার যাচ্ছিল। কিন্তু আচমকাই দশদরগা মোড়ে তেলের ট্যাঙ্কারটিকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কারের সামনে অল্টো গাড়িটি চলে আসে। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ। দুটো গাড়িকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে জানা গেছে ওই অল্টো গাড়িতে চারজন ছিল। তবে বতর্মানে তারা সুস্থ রয়েছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। তবে অল্টো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।