বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২১ সেপ্টেম্বর’২৩: বন্ধুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল আরেক বন্ধুর বিরুদ্ধে। নৈহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গরিফা কুমোর পাড়ার ঘটনা। মৃতের নাম কৌশিক দে (১৭) । মৃত কিশোর কল্যাণী মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিল। বুধবার রাতে নৈহাটি থানার পুলিশ ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে নৈহাটির গরুরফাঁড়ি এলাকার বাসিন্দা বিক্কি চৌধুরীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় মৃত কলেজ ছাত্রের। পরবর্তীতে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। মৃতার মা সুজাতা দেবীর দাবি, তাঁর ছেলে বিক্কিকে দু’দফায় ৪০ হাজার টাকাও দিয়েছে। সম্প্রতি দু’জনে দিঘায় বেড়াতে গিয়েছিল। মৃতের পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিও করে কৌশিকের সঙ্গে বিক্কির কথা হয়েছিল। মৃতের পরিবারের দাবি, কোনও বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি জেরেই এই ঘটনা । মৃতের পরিবারের পক্ষ থেকে বিক্কির বিরুদ্ধে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজ ছাত্রের মৃত্যুর পিছনে জড়িত যুবকের শাস্তির দাবি মৃতের পরিজনদের। যদিও বিক্কি জানায়, ফেসবুকে পরিচয় হয়েছিল। ছয়-সাত মাসের সম্পর্ক। শেষবার ভিডিও কল করে কৌশিক বলেছিল, তোর সঙ্গে আর কথা বলব। এটাই শেষ কথা। বিক্কির দাবি, দিঘা থেকে ঘুরে আসার পর ওর মা ওকে আলাদা করে দিয়েছিল। ও নিজে রান্না করে খেত। এমনকি কৌশিকের সঙ্গে টাকা নেবার অভিযোগও অস্বীকার করেছে বিক্কি চৌধুরী।
