জলপাইগুড়ি : আবারো হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক সাড়ে বারোটা নাগাদ চাপড়ামারী জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে এসে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের অন্তর্ভুক্ত মহাবাড়ি এলাকায় মাঙরি ওঁরাও এর বাড়ি ভাঙতে থাকে। সেই সময় মাঙরি ওঁরাও প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করলে হাতিটি তাকে তাড়া করে এবং হাতির আক্রমণে প্রাণ যায় মাঙরি ওঁরাও এর। এই ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
