শিলিগুড়ি: ইস্কন মন্দিরে চুরির রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল শহরের অন্যতম ব্যস্ত এলাকা ইস্কন রোডে। বাঁশঝাড় মোড়ের এক মোবাইল দোকানে সোমবার গভীর রাতে ঘটে দুঃসাহসিক চুরি। বৃষ্টির রাতকে হাতিয়ার করে টিনের ছাদ কেটে দোকানে ঢোকে এক মুখ ঢাকা দুষ্কৃতী। চুরির গোটা দৃশ্য ধরা পড়েছে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায়।

চোর মুখ কাপড়ে ঢেকে, মাথায় টুপি ও পায়ে মোজা পরে অত্যন্ত পরিকল্পিতভাবে দোকানে ঢুকে পড়ে বলে জানালেন দোকান মালিক বাপ্পা বিশ্বাস। মঙ্গলবার সকালে দোকান খুলতেই চুরির বিষয়টি তাঁর নজরে আসে। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন ভক্তিনগর থানায়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

ইস্কন রোডের মতো ব্যস্ত এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে এলাকার ব্যবসায়ীরা। তাঁদের দাবি, “পুলিশি টহল আরও জোরদার না হলে এই এলাকায় ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে।”