শিলিগুড়ি : তৃণমূল নেতা দেবাশীষ প্রামাণিকের পর এবার ফের জমিকান্ডে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম-ফুলবাড়ীর ব্লক সহ-সভাপতি গৌতম গোস্বামী। আজ তাকে দিল্লি থেকে বিমানে শিলিগুড়িতে নিয়ে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের বিশেষ দল। এদিন বিমানবন্দরে নামার পর তাকে মাটিগাড়া থানায় নিয়ে আসা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের জন্য রাজনীতি করি। আমার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের আইনশৃঙ্খলার উপর ভরসা আছে।আমাকে গ্রেপ্তার করা হয়নি। আমি আত্মসমর্পণ করেছি” এমনটাই জানালেন জমিকান্ডে অভিযুক্ত জলপাইগুড়ির প্রথম সারির তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম গোস্বামী। তবে গৌতম গোস্বামী যে আত্মসমর্পণ করার কথা দাবি করছেন তাতেই জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে গৌতম গোস্বামীর গ্রেপ্তারি নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়িকা শিখা চ্যাটার্জী জানান, “এই পুরোটাই আই ওয়াশ। একজন দুজনের মাথায় কাঁঠাল ভেঙে বাকিদের রেখে দেওয়া তো ঠিক নয়।”
