বিশ্বজিৎ নাথ, কলকাতা : সোমবার আইসিএসই- ২০২৪ (ICSE 2024) দশম শ্রেণীর ফলাফল ঘোষিত হয়েছে। এবারে ভালো সাফল্য এনেছে সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুল। এবারের আইসিএসই পরিক্ষায় দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় এবং রাজ্যের সম্ভাব্য প্রথম হয়েছে এই স্কুলের ছাত্রী অনুষ্কা ঘোষ।

৫০০ মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯৮। অর্থাৎ ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে অনুষ্কা নজর কেড়েছে। শুধু অনুষ্কাই নয়, সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের আরেক ছাত্র মেঘাত্তা সাহা ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। অপর এক ছাত্রী জিজ্ঞা সাঁধু ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। স্বভাবতই ছাত্র-ছাত্রীদের ভালো ফলে বেজায় খুশি সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে পরিচালন সমিতির সদস্যরা।

কৃতী অনুষ্কার কথায়, লক্ষ্য ছিল টপার হওয়ার। মার কাছে প্রতিজ্ঞা করেছিলাম। প্রতিজ্ঞা রাখতে পেরে খুব খুশি। তাঁর এই সাফল্যের পিছনে মা ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে। তাঁর কথায়, কোনরকম বাঁধাধরা নিয়ম ছিল না। সময় পেলেই বই নিয়ে বসে পড়তাম। দিনে চার থেকে ছয় ঘণ্টা মত পড়াশোনা করতাম। নিজের মাকে ‘পিলার অফ স্ট্রেনথ’ বলে অভিহিত করেন এই কৃতী পড়ুয়া।