ব্যারাকপুর: দুয়ারে সরকারের নামে ভুয়ো শংসাপত্র তৈরি হচ্ছে বলে অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গতকাল রবিবার, জাতীয় যুব দিবসে কাঁকিনাড়ার জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। যদিও তাঁর অভিযোগের নিশানায় থাকা ভাটপাড়া পুরসভার কাউন্সিলরের নাম তিনি প্রকাশ করেননি।
জ্যোতি ফাউন্ডেশনের সম্মাননা অনুষ্ঠান: এদিন জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আধাসামরিক বাহিনীতে যোগ দেওয়া তরুণদের ‘জয় জওয়ান প্রতিভা’ এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাওয়া ব্যক্তিদের ‘জ্যোতি প্রতিভা’ সম্মানে সম্মানিত করা হয়।

বাংলায় চাকরির অভাবের অভিযোগ: অর্জুন সিং বলেন, “বাংলায় চাকরির অভাব। গত পাঁচ বছর ধরে চাকরির দাবিতে চাকরি প্রার্থীরা কলকাতায় ধর্ণায় বসেছেন। অথচ ভাটপাড়া ও জগদ্দল থেকে ৬০০ জন যুবক আধাসেনায় চাকরি পেয়েছেন। তাদের নিয়োগ আটকাতে বাংলাপক্ষের মতো কিছু সংগঠন চেষ্টাও করেছে।”
বাংলাদেশ থেকে শংসাপত্র বানানোর অভিযোগ:
তিনি আরও অভিযোগ করেন, “বাংলাদেশ থেকে এদেশে এসে মানুষরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বানিয়ে নিচ্ছেন। অথচ এদেশে যারা জন্মগ্রহণ করছেন, তাদের শংসাপত্র পেতে হিমশিম খেতে হচ্ছে।”
জ্যোতি ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা: ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পান্ডে জানান, এদিন ২৬৩ জনকে সংবর্ধনা জানানো হয়েছে, যাঁদের মধ্যে ৫৪ জন ফাউন্ডেশনের ফ্রি লাইব্রেরিতে পড়াশোনা করে চাকরি পেয়েছেন। ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে চারতল বিশিষ্ট ভবন তৈরি, যেখানে চাকরিমুখী প্রশিক্ষণ, কম্পিউটার ট্রেনিং এবং ফ্রি কোচিংয়ের ব্যবস্থা থাকবে।
উপস্থিত বিশিষ্টজনেরা: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি অশোক সোনি, প্রাক্তন উপ-পুরপ্রধান রাজা দত্ত, প্রাক্তন কাউন্সিলর প্রমোদ সিং, সুদীপ্ত দাস, রাজু শ্রীবাস্তব, সুরজ কুমার সিং, শিক্ষক এস কে আগরওয়াল প্রমুখ।
অর্জুন সিংয়ের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।