বিশ্বজিৎ নাথ, ব্যারাকপুর : চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী তথা মানবাধিকার কর্মী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য বর্তমানে ব্যারাকপুর আনন্দপুরী সি রোডে তাঁর পুত্রের বাড়িতে রয়েছেন। মঙ্গলবার বিকেলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন রবীন্দ্র ঘোষকে সংবর্ধনা জ্ঞাপন করেন অর্জুন সিং ছাড়াও ভারত সেবাশ্রম সঙ্ঘের মুর্শিদাবাদ বেলডাঙা শাখার প্রধান কার্তিক মহারাজ, বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচী এবং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে।

চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে লড়াইয়ের জন্য রবীন্দ্র ঘোষের ভূমিকার প্রশংসা করে অর্জুন সিং বলেন, “বাংলাদেশে সনাতন সম্প্রদায়ের ওপর অত্যাচারের বিরুদ্ধে রবীন্দ্র বাবুর লড়াই প্রশংসনীয়। ওপার বাংলায় মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর এই লড়াই গোটা পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করবে। তিনি যতদিন এদেশে থাকবেন, রাজ্য সরকারের উচিত তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা। যদি রাজ্য সরকার তা করতে ব্যর্থ হয়, আমি কেন্দ্রীয় সরকারকে তাঁর নিরাপত্তার জন্য উদ্যোগ নিতে বলব।”

উল্লেখ্য, রবীন্দ্র ঘোষ মানবাধিকার রক্ষা এবং বাংলাদেশে সনাতন সম্প্রদায়ের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। তাঁর লড়াইকে সমর্থন জানিয়ে এদিনের উপস্থিত নেতৃবৃন্দ রবীন্দ্র ঘোষের সুস্থতা কামনা করেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন।