কলকাতা : নির্বাচন কমিশনের এসওপি-র পরিবর্তন হলেই বাংলায় স্বচ্ছ ভোট হবে। অন্যথায় স্বচ্ছ ভোট হবে না। রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীদের ধরাশায়ী অবস্থা নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের যেই এসওপি তৈরি হয়েছে, তা পুরোপুরি তৃণমূল সরকারের হয়ে কাজ করছে। উপনির্বাচনে বিরোধীদের পরাজয় নিয়ে তাঁর মন্তব্য, উপনির্বাচনে সাধারন মানুষ তো ভোট দিতেই যায় নি। কিন্তু যারা ভোট দিতে যায়নি। তাদের ভোটগুলো সবই শাসকদলের ঝুলিতে পড়েছে। তাছাড়া ভোটার তালিকা থেকে বাদ না হওয়া মৃত ভোটগুলোও তৃণমূলের বাক্সে পড়েছে। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন, বিজেপির মূল এজেন্ডা থাকতে হবে নির্বাচন কমিশনের এসওপি পরিবর্তন করা। তাঁর সংযোজন, দেশের অন্যান্য রাজ্যে নির্বাচন কমিশনের অফিসাররা বুথের ভেতরে বসেন। আর রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা বুথের বাইরে বসেন। কেন্দ্রীয় বাহিনী ভোটার কার্ড চেক করে। স্থানীয়রা কেউই প্রিসাইডিং অফিসার হিসবে থাকতে পারবেন না। তাছাড়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে মাইক্রো অবজারভার হিসেবে রাখতে হবে। তাহলেই বাংলায় অবাধ ও স্বচ্ছ ভোট সম্ভব।
